Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

মুন্সীগঞ্জ সিরাজদিখানের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল বেপারী (এমপি সোহেল) ও ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত রোববার উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোহেল বেপারী (এমপি সোহেল) (২৬), তপন (৩১) ও পিয়ার উদ্দীন (৪২) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কুচিয়ামোড়া গ্রামের আহসানউল্লাহ বেপারীর ছেলে সোহেল বেপারী(২৬) কে ৪৮ পিছ ইয়াবাসহ ও লৌহজং উপজেলার সম্ভুর ছেলে তপন (৩১) কে ১২ পিছ ইয়াবাসহ সৈয়তপুর কান্দা নামক এলাকা থেকে তাদেরকে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র ফাঁড়ির পুলিশ আটক করা হয়। ৫ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার খাসকান্দি গ্রামের আলাউদ্দীনের ছেলে পিয়ার উদ্দীন (৪২) আটক করা হয়।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ফরিদ উদ্দিন জানান, শীর্ষ মাদক ব্যাবসায়ী সোহেলকে ও তপনকে ইয়াবাসহ আটক করা হয়। ৫ বছরের সাজাপ্রাপ্ত সামামী পিয়ার উদ্দিনকে গ্রেফতার করা হয়। মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ