পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদর রহমান মান্না বলেছেন, মানুষ এখন ভয়ের রাজ্যে বসবাস করছে। কেউ কথা বলতে পারছেনা। মিডিয়া লিখতে পারছেনা। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘জাতীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারকে ডাকাত উল্লেখ করে মান্না বলেন, এ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। ৩০ তারিখের নির্বাচনে জনগন ভোট দেয়নি, ২৯ তারিখ রাতে ভোট ডাকাতি করেছে সরকার।
২০ ফেব্রুয়ারি দিবাগত রাত চক বাজারে ভয়াবহ অগুনের ঘটনার কথা উল্লেখ করে নাগরিক ঐক্যের আহবায়কবলেন, চকবাজারের স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের শহীদ মিনারে যাওয়ার কথা থাকায় রাস্তায় এত করা নিরাপত্তা ও ভিড় ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনা স্থলে যেতে দেরি হয়েছে।
বাংলাদেশ সিভিল রাইটাস সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ড. মিজানুর রহমান শেলি, বিএনপি নেতা গোলাম মাওলা রনি প্রমুখ।
রনি বলেন, ঐক্যফ্রন্টসহ বিএনপির প্রার্থীরা এখনও একটি ট্রমার মধ্যে আছে। সেটা আমরা যারা ভুক্তভোগী তারা অনুভব করছি। ৩০ ডিসেম্বরের আগে আমাদের যে বিশ্বাস ছিলো তা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। আমরা খুব সহজেই এখন গনতন্ত্র ফিরে পাবো সেটা বিশ্বাস করা সম্ভব নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।