Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধণা প্রদান

ইবি রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়। বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুল মমিনের উপস্থাপনায় এবং বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মনজারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের প্রতিষ্ঠাতা ডিন প্রফেসর ড. একিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. শরিফুল ইসলাম, প্রফেসর ড. রুহুল আমীন ভূইয়া, প্রফেসর ড. আব্দুর রাজ্জাক, প্রফেসর ড. শাহিনুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিভাগের পক্ষ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ