Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লাহ তায়ালার নিয়ম অনুযায়ী বাংলা ভাষাকে রাষ্ট্রের সর্বত্র প্রতিষ্ঠা করতে হবে

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিস

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভাষা হলো মানুষের মনের ভাব প্রকাশ ও বুঝার সর্বোত্তম মাধ্যম। এজন্যই আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক নবী এবং রাসূলকে তার স্বজাতিয় ভাষা দিয়ে সৃষ্টি করেছেন। সূরায়ে ইবরাহিমের ৪ নং আয়াতে বর্ণিত হয়েছে ‘আমি রাসূলদের তাদের স্বজাতির ভাষাভাষি করেই পাঠিয়েছি, যাতে স্পষ্টভাবে তাদের বোঝাতে পারে’। ভাষার বৈচিত্র আল্লাহ তাআলার কুদরত। মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের বুকের রক্ত দিয়েছে এমন জাতি বা গোষ্ঠী পাওয়া দুরূহ। বাংলা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য জীবন দিলেও তা আজ রয়েগেছে উপেক্ষিত। রাষ্ট্রের উল্লেখযোগ্য অনেক ক্ষেত্রে বাংলার ব্যবহার নেই। দিবসটিও পালন করতে হচ্ছে ইংরেজি তারিখে। ভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেলেও আমাদের দেশের অফিস আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার সীমিত। এ দিবসের দাবি হচ্ছে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বাংলা ভাষার ব্যবহার আবশ্যিক করা। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে মাতৃভাষার পূর্ণ প্রচলন আছে। তাই আল্লাহর নিয়ম মেনে বাংলা ভাষাকে সবার উপরে স্থান দিতে হবে। তবেই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রাধান্য পাবে। গতকাল দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস ও সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সহ-সভাপতি হাফেজ সালাহ উদ্দীন, মাওলানা আবু ইউসুফ মুহাম্মদ নাসির, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা ছানা উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা বেলাল হুসাইন প্রমূখ।
মজলিস নেতার ইন্তেকালে শোক
বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কিশোরগঞ্জ জেলা সভাপতি, গাজীপুর মাওনা মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ (৫৫) গতকাল ভারতে চিকিৎস্বারত অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখেগেছেন। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। নেতৃদ্বয় বলেন, মরহুম খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেগেছেন। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ