বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : সাইফুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। দুই মেয়ে খাদিজা খাতুন-সাদিয়া খাতুন ও স্ত্রী খালেদা বেগমকে বাড়িতে রেখে কামরাঙ্গিরচরের নুরুল হকের রিকশা ভাড়া নিয়ে চকবাজার এলাকায় রিকসা চালাতেন। বুধবার সাইফুল ইসলাম চকবাজার এলাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ আগুনে পুড়ে চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার তার লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত সাইফুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নতুনবস্তি পাটকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই রতন আলী প্রায় ১০ বছর ধরে ঢাকায় রিকশা চালান। বুধবার ভয়াবহ আগুনে সাইফুল ইসলাম নিখোঁজ হলে বৃহস্পতিবার শাহি মসজিদের সামনে একটি ধ্বংস্তুপের নিচে রিকশা দেখে সাইফুলের নিহতের বিষয়ে নিশ্চিত হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে সাইফুল ইসলামের গলায় চান্দির মালা দেখে তার লাশ শনাক্ত করা হয়। মৃত সাইফুল ইসলামের চাচাতো ভাই রতন আলী বলেন, প্রায় ১০ বছর ধরে তারা দুজন চকবাজার এলাকায় রিকশা চালায়। নিহত সাইফুলের পিতা আব্দুল কাদের কাতর কন্ঠে বলেন, ও বেটা! কে দেখবে তোর শিশু দুই মেয়ে ও আমাদের। অভাবের সংসারে উপার্জনের আর কেউ যে রইল না।’ সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের কাছে তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।