Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার -স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৫৭ পিএম

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও অনেক। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেলে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এমনটি জানান তিনি।

চকবাজারের এই ঘটনায় বাতিল করা হয়েছে ঢাকায় চিকিৎসকদের ছুটি। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি খোঁজ নিয়েছি চিকিৎসকরা অগ্নিদগ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের অনেকের অবস্থা খুব বেশি ভালো না। আমরা চেষ্টা করছি তাদের যথাযথ চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে রাখার। চিকিৎসকরাও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। সকলের দোয়া প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ