Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৩৪ এএম

 চলমান এসএসসিসহ সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ আব্দুল্লাহ ফাহিম, শামীম আহমেদ, সোহেল রানা, ও নবীন আলী। গত মঙ্গলবার রাজধানীর ফকিরাপুল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন। তিনি বলেন, প্রশ্নফাঁসের জন্য কয়েকটি চক্র একত্রে মিলিত হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসাময় তাদের কাছ থেকে মোবাইাল ফোন, প্রশ্নফাঁসের কপিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ