Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে নিখোঁজ ৫ জনের চারজন উদ্ধার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৩৪ এএম


 সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মকর্তার স্ত্রী ও দুই মেয়েসহ একই পরিবারের নিখোঁজ ৫জনের মধ্যে ৪জনকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও উদ্ধার করতে পারেনি স্ত্রীকে। পুলিশ বলছে, পরকীয়ার প্রেমের টানে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছেন তিনি। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন এসব জানান পুলিশ সুপার হারুন অর রশীদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রæয়ারি ৫চজন নিখোঁজ হন। এরপর ১৩ ফেব্রæয়ারি জিডি করেন গার্মেন্টস কর্মকর্তা জামাল সরদার। উদ্ধারকৃতরা হলেন- জামাল সরদারের বড় মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি (৪) ও তার ভায়রার মেয়ে সোমাইয়া (১৪) ও শালার ছেলে আজিম (৭)। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার স্ত্রী নিপা বেগম (৩০)।
জিডিতে তিনি উল্লেখ্য করেন, প্রতি সপ্তাহের মতো তিনি ৭ ফেব্রæয়ারি কাজ শেষে গাজীপুর থেকে সিদ্ধিরগঞ্জের নূরবাগ আদর্শনগরস্থ ভাড়া বাসায় স্ত্রী কন্যাদের কাছে আসেন। শনিবার ভোর রাতে তিনি আবার কর্মস্থলে চলে যান। যাওয়ার সময় স্ত্রীর হাতে বেতনের ৭০ হাজার টাকা দিয়ে যান। পরে রোববার রাত পৌনে ১০ টা থেকে স্ত্রী নিপা বেগমের মোবাইল ফোনটি বন্ধ পান জামাল সরদার। সোমবার সকালে জামাল সরদার তার ছোট ভাই খলিলকে ফোন করে তার বাসায় খোঁজ খবর নিতে বলে। খলিল বাসায় গিয়ে দেখেন বাসার দরজায় তালা ঝুলানো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ