Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরমোনাই দরবার শরীফে তিন দিনের মাহফিল শুরু

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ১:২৭ এএম

বরিশাল ব্যুরো : ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফে ফাল্গুনের তিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল বাদ জোহর শুরু হয়েছে। পীর ছাহেব হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিন দিনের এ মাহফিলের সূচনা করেন।
বরিশাল মহানগরী থেকে প্রায় ১৫কিলোমিটার দূরে কির্তনখোলা নদী তীরে তিন দিনের এ মাহফিলে সারা দেশের কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করছে। দরবার সংলগ্ন সাহেবের হাট নদীর বিশ্বাসের হাট এলাকায় প্রায় ২০কোটি টাকা ব্যয়ে এলজিইডি সেতু নির্মাণ করায় চরমোনাই দরবার বরিশাল মহানগরীসহ সারা দেশের সাথে সড়ক পথে সংযুক্ত হয়েছে। এখনো দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। আজ ও কাল দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ চরমোনাই দরবার শরীফের এ মাহফিলে বয়ান করবেন।
শনিবার বাদ ফজর পীর ছাহেবের বিদায়ী বয়ানের পরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ