বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সিগঞ্জে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে চাঁদপুরগামী ইমাম হাসান লঞ্চের সাথে ঢাকাগামী বরিশালের কর্ণফুলী লঞ্চের সংঘর্ষ হয়। এতে ইমাম হাসান লঞ্চের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। অনেক যাত্রী আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হন। দুর্ঘটনা কবলিত লঞ্চটি ভোর ৬টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ইমাম হাসানের যাত্রী জুয়েল হাজী জানান, চালকের ভুলেই ইমাম হাসান দুর্ঘটনার কবলে পড়ে। ঘাট থেকে ছাড়ার সময় লঞ্চটি তার বার্ধিং রশি ছিঁড়ে পাশের আরেকটি লঞ্চের সাথে ধাক্কা লাগে। লঞ্চটি অন্তত ২০ মিনিট দেরীতে ছাড়ে। জুয়েল বলেন, ঘাট থেকে ছাড়ার সময়ই আমাদের মনে হয়েছে চালকের মানসিক পরিস্থিতি ভালো ছিলো না। কারণ কর্ণফুলীর সাথে ধাক্কা লাগার সময় আমরা সামনে থেকে বিষয়টি দেখেছি। অনেক দূরত্বে থাকতে বিপরীত দিক থেকে আসা কর্ণফুলী লঞ্চকে হর্ণ বাজাতে শুনেছি। কিন্তু ইমাম হাসান চালক তা কর্ণপাত করেন নি। ইমাম হাসানের সামনের অংশ দিয়ে হালকা পানি প্রবেশ করতে দেখে চালককে মুন্সীগঞ্জ ঘাঁটে ভিড়াতে বাধ্য করি। সেখানে প্রায় শতাধিক যাত্রী নেমে যায়। এছাড়া আহতদের মুন্সিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।