প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামীকাল বলিউডের একটি মাত্র ফিল্ম ‘টোটাল ধামাল’ মুক্তি পাচ্ছে। এটি কমেডি ‘ধামাল’ সিরিজের তৃতীয় ফিল্ম। প্রথম পর্ব ‘ধামাল’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে; ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত ফিল্মটি আয় করেছিল ৫১ কোটি রুপি। পরের পর্ব ‘ডাবল ধামাল’ মুক্তি পেয়েছে ২০১১তে; ৩৫ কোটি রুপি বাজে নির্মিত ফিল্মটি আয় করেছে ৭১ কোটি রুপি। পরিচালক অপরিবর্তিত আছে এই ফিল্মে, সঞ্জয় দত্ত আগের দুটি ফিল্মে ছিলেন। ‘টোটাল ধামাল’ মুক্তি পাচ্ছে অজয় দেবগন, ফক্স স্টার স্টুডিওস, মারুতি ইন্টারন্যাশনাল এবং শ্রী অধিকারী ব্রাদার্সের ব্যানারে। অ্যাকশন কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন অশোক থাকেরিয়া, ইন্দ্র কুমার, অজয় দেবগন, মরকন্ড অধিকারী এবং আনন্দ পন্ডিত। ইন্দ্র কুমারের পরিচালনায় অভিনয় করেছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি, মাধুরী দীক্ষিত, জাভেদ জাফরি, জনি লিভার, সঞ্জয় মিশ্র, বোমান ইরানি, মনোজ পারবা, নীহারিকা রাইজাদা এবং বিশেষ নৃত্যদৃশ্যে এশা গুপ্ত আর সোনাক্ষি সিনহা। গৌরব রোশিক সঙ্গীত পরিচালনা করেছেন। ফিল্মটি একই সঙ্গে থ্রিডিতেও মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।