বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট জেলা সংবাদদাতা : পরিবহণ মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে বাগেরহাট থেকে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ ১৬ টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। খুলনা বিভাগীয় দক্ষিণ পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।
বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু বলেন, ধর্মঘটের কারণে ভোর থেকে দূরপাল্লার পরিবহণসহ জেলার সকল অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা-মানিকগঞ্জ সড়কের ঘিওর এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২০১২ সালে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহত হন। ওই ঘটনায় মানিকগঞ্জ থানায় ১৩ কোটি টাকা ক্ষতিপূরণের একটি মামলা হয়। অন্যদিকে সিলেটে গ্রিন লাইন পরিবহনের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ বাস যাত্রী নিহতের ঘটনায় সিলেট আদালতে ১৩ কোটি টাকা ক্ষতিপূরণের একটি মামলা করা হয়েছে।
খুলনা বিভাগীয় দক্ষিণ পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যশোরে শনিবার সংবাদ সম্মেলন করে এই ধর্মঘটের ডাক দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।