বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে কোরিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ গ্রুপের ভাইস চেয়ারম্যান মিন খিয়াংউক এমপির নেতৃত্বে কোরিয়ান সংসদের এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা সংসদীয় কার্যক্রম, বিনিয়োগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কোরিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা করেন। এসময় স্পিকার বলেন, বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে কোরিয়া অন্যতম। কোরিয়াতে বাংলাদেশি প্রবাসীরা মর্যাদা ও সুনামের সাথে কাজ করছে, যা আমাদের অর্থনীতির চাকাকে গতিশীল করতে ভূমিকা রাখছে। ভবিষ্যতে বাংলাদেশ কোরিয়া বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্পিকার বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে কোরিয়ান ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। কোরিয়ান প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।