Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল কোরআনে জঙ্গিবাদের স্থান নেই

মুন্সীগঞ্জে মাদক-জঙ্গিবাদবিরোধী সমাবেশ

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

প্রবাসী কল্যান ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস বলেছেন, মুসলমানদের পবিত্র কোরআনে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গীবাদের সমর্থকরা দেশকে অশান্ত করার পায়তারা করেছিল, প্রধানমন্ত্রীর দৃঢ নেতৃত্ব আর প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সে চেষ্টা ভন্ডুল হয়ে গেছে। গত সোমবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে সিপাহীপাড়ায় আয়োজিত ছাত্র-শিক্ষক অভিবাবক সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। আলী আহমেদের সভাপতিত্বে সমাবেশে পুলিশ সুপার জায়েদুল আলম বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম শাহিন, রামপাল ইউপি চেয়ারম্যান বাচ্চু শেখ প্রমুখ। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা আজ সর্বত্র এর ফলে সমাজে বিশৃংলার সৃষ্টি হচ্ছে মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক-অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। তিনি অভিবাবকদের উদ্দেশে বলেন, তার সন্তান যেন জঙ্গীবাদে জড়িয়ে না পরে মাদকাসক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখার এবং চলাফেরা নজরদাদিরর পরামর্শ দেন। জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বলেন, পুলিশের একার পক্ষে সামাজিক নিরাপত্তা বিধান সম্ভব নয়। তিনি মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় প্রতিটি মহল্লায় ঐক্যবদ্ব প্রতিরোধ আন্দোলন গড়ার কথা বলে প্রশাসনের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ