Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সউদী যাচ্ছেন প্রতিনিধি দল

লক্ষ্য হজযাত্রী কোটা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশী হজযাত্রী কোটা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো.আব্দুল্লার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সউদী আরবে যাচ্ছেন। প্রতিনিধি দল সউদী হজ ও ওমরাহ মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন, ইসলামিক বিষয়ক দাওয়াহ এবং গাইডেন্স মন্ত্রী শেখ ড. আব্দুল্লাতিফ বিন আব্দুল আজিজ আল শেখ এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ বিন আব্দুল করিম ইসার সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হচ্ছেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, হাব মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম ও ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস শেখ নাজমুল হক সৈকত।ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সউদী হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে বৈঠকে প্রতিনিধি দল আরো ১৫ হাজার অতিরিক্ত হজ কোটা বরাদ্দের দাবি তুলবেন। সফররত প্রতিনিধি দল দ্বি-পাক্ষিক বৈঠকে সউদী পর্বে হজ ব্যবস্থাপনার বিভিন্ন সুযোগ সুবিধা এবং নানা সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্বারোপ পাবে। প্রতিনিধি দল আগামী ২ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ