Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘটনাটি অনাকাক্সিক্ষত পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ে ডিজি বিজিবি

রুবাইয়া সুলতানা বাণী, ঠাকুরগাঁও থেকে | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন, সীমান্তে বসবাসরত জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে সীমান্তবর্তী মানুষের নিরাপত্তায় কাজ করে আসছে বিজিবি। গত ১২ ফেব্রূয়ারি হরিপুর এলাকায় যে ঘটনা ঘটেছে তা অনাকাক্সিক্ষত। সে বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে জেনেছি, সেটা তাদের কাছেও অনাকাক্সিক্ষত এবং আমাদের কাছেও অনাকাক্সিক্ষত। ভবিষ্যতে যেন এ রকম কোনো ঘটনা না ঘটে সেজন্য বিজিবি এবং স্থানীয় জনগণ সজাগ থাকবে। বিজিবির পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তের সুপারিশ অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। তিনি গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনা সম্পর্কে একটি ধারণা নিতে এবং তদন্ত সম্পর্কে খোঁজ খবর নিতে আমার আজকের ঠাকুরগাঁওয়ে আসা। উল্লেখ্য, হরিপুরে বিজিবির গোলাগুলির ঘটনায় ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি এ বিষয়ে পুলিশ, বিজিবি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তিনি সবাইকে সারা দেশের সীমান্ত পাহারায় বিজিবিকে সহযোগেতা ও সমর্থনের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ব্রিগেডিয়ার খন্দকার ফরিদ হাসান, উপ মহাপরিচালক ব্রিগেডিয়ার মতিউর রহমান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সামসুল আরেফিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মুহা. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারীর ব্যাটেলিয়ন অধিনায়কগণসহ বিজিবি কর্মকর্তাগণ ও ঠাকুরগাঁওয়ের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ