Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দেড় হাজার মানুষের ৪ বেলা খাবারের ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

নগরীর নতুন চাক্তাই ভেড়া মার্কেটের বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দেড় হাজার মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি দুই দিনে চার বেলার খাবারের ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান। রোববার ভোরে ভয়াবহ এই অগ্নিকান্ডে ৮ জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয়ে যায় দুই শতাধিক বসত ঘর। দুর্ঘটনার পর মেয়র সেখানে ছুটে যান। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি সেখানে খোলা আকাশের নিচে অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গতকাল ইনকিলাবকে জানান, অগ্নিদুর্গতদের খাবারের বন্দোবস্ত ছাড়াও মাথা গোঁজার জন্য ত্রিপল, বিশুদ্ধ খাবার পানি, বস্ত্র এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন ও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে এ সাহায্য সামগ্রী প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ