Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাহিম ফয়সালের মিউজিক্যাল ফিল্ম আঙুল ছুঁতে চাই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আসিফ ভীষণ রকমের ভালোবাসে তৃষ্ণাকে। তার সারাদিনমান কাটে তৃষ্ণার ভাবনায়। তৃষ্ণা ঠিক তার উল্টো। তাদের মন দেয়া নেয়ার বিভিন্ন খুনসুটি নিয়ে গান ‘আঙুল ছুঁতে চাই’ এর মিউজিক্যাল ফিল্ম সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানের কথা হচ্ছে, ‘আমি তোমার আঙুলখানি ছুঁতে চাই, আমি তোমায় রোজ ঘুমেতে খুঁজে পাই।’ গানটির শিল্পী ফাহিম ফয়সাল। গানের কথা লিখেছেন জিয়াউল হক শোভন। গানটির পূর্ণাঙ্গ মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন সজিব। ফাহিম ফয়সালের সাথে গানটিতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও এসকে তৃষ্ণা। গানটি প্রকাশিত হয়েছে লয়্যাল ভিশন এন্টারটেনইনমেন্ট এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ফাহিম ফয়সাল বলেন, ‘পপ ঘরানার একটি গান ‘আঙুল ছুঁতে চাই’। বেশ চমৎকার করে সাজানো হয়েছে গানের কথাগুলো। পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও রয়েছে বৈচিত্রের ছোঁয়া। গান, গল্প, লোকেশন সবকিছুর সমন্বয়েই ভিডিওটি চমৎকারভাবে নির্মাণ হয়েছে। যে কোন কাজেই যদি সবার সমন্বয় ও সহযোগিতা থাকে তবে কাজটি নান্দনিক হয়ে উঠে। আমরাও চেষ্টা করেছি মিউজিক্যাল ফিল্মটিতে সর্বোচ্চ শ্রম দেওয়ার। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক-শ্রোতারা গানটি তাদের পছন্দের তালিকায় রাখবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ