Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার একসঙ্গে পর্দায় জিতেন্দ্র-জয়া প্রদা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জিতেন্দ্র আর জয়া প্রদা বলিউডের ২০ট্রিও বেশ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন। প্রায় দুই দশকের বেশি পর তারা পাশাপাশি পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন। তবে, চলচ্চিত্রে জুটি হয়ে নয় তারা এটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তাদের সোনি টেলিভিশনের ‘সুপার ডান্সার চ্যাপ্টার থ্রি’ রিয়েলিটি শোতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে ১৯৮০ ও ১৯৯০ দশকে উলি­খিত দুই তারকা চলচ্চিত্রে যেসব গানে পারফর্ম করেছেন প্রতিযোগীরা অনুষ্ঠানটি সেগুলো পুনঃউপস্থাপন করবে। জয়া বলেছেন, “আমি ‘সুপার ডান্সার’ অনুষ্ঠানের প্রতিভাবান প্রতিযোগীদের পারফর্মেন্স দেখার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। এসব তরুণদের মাধ্যমে নাচ সুন্দরভাবে বিবর্তিত হয়েছে।” জিতেন্দ্র বলেছেন, “আমার নাতী লক্ষ্য ‘সুপার ডান্সার’ প্রতিযোগীদের মতই নাচে এমনই শক্তিমান আর আগ্রহী।” জিতেন্দ্র এখন আর অভিনয় করেন না, শুধু চলচ্চিত্র প্রযোজনা করে থাকেন। তার দুই সন্তান- একতা কাপুর আর তুষার কাপুর। জয়া প্রদা এখনও দক্ষিণ ভারতের ফিল্মে অভিনয় করেন এছাড়া তিনি রাজনীতিও করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ