বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারের আশুলিয়ায় স্ত্রী শম্পা আক্তারকে (২৮) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনার পর থেকে স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকিরের ভাড়া বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
নিহত শম্পা আক্তারের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা এলাকায়। তবে নিহতের স্বামী বিল্লালের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে এস আই নয়ন জানান, গত কয়েকদিন যাবত বিল্লাল তার স্ত্রীর কাছে কয়েক লাখ টাকা দাবী করে আসছিল। এমনকি শ্বশুড় বাড়ি থেকেও টাকা এনে দেয়ার জন্য চাপ দিচ্ছিল শম্পাকে।
শম্পা টাকা আনতে অস্বীকার করায় রাতে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।