Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে কান্ড!

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম

সাভারে ভালবাসা দিবসের রাতে প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক নারী পোশাক শ্রমিক (২০) কে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠেছে। এঘটনায় গতকাল রোববার সকালে ওই পোশাক শ্রমিকের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বরাত দিয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গোলাম নবী বলেন, হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় আমান গামের্ন্টস ও নিটিং কারখানার ওই নারী শ্রমিকের সাথে একই কারখানার লাইন ওপারেটর রাকিবের প্রেমের সম্পর্ক হয়।
সে সুবাদে তারা প্রেমিক-প্রেমিকা বৃহস্পতিবার বিশ্ব ভালোবাসা দিবসে ঘুরতে যায়। পরে রাত ৮টার দিকে রাকিব তার প্রেমিকাকে হেমায়েতপুর বালুর মাঠে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত রাকিবের বন্ধু সুলতানসহ আর ২/৩জন মিলে জোরপূর্বক ভয়ভিতি দেখিয়ে তাকে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে তাকে হত্যা করবে বলে হুমকি দেয় তারা। পরে রোববার সকালে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ পরে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছেন। তিনি আরও বলেন, ধর্ষণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ