Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ফ্লাইওভার থেকে পড়ে যুবক ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় ফ্লাইওভার থেকে পড়ে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

গতকাল রোববার দুপুুরে মগবাজার থেকে বাংলামটরমুখী ফ্লাইওভারের ন্যাশনাল ব্যাংকের কাছে ফ্লাইওভার থেকে পড়ে সাইফুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রমনা থানার এসআই আনিসুর রহমান দৈনিক ইনকিলাবকে জানান, বিকেল ৩টার দিকে ফ্লাইওভার ব্রিজের উপর থেকে মগবাজার ন্যাশনাল ব্যাংকের সামনে পড়ে যান ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবক নিজেই জানায় তার নাম সাইফুর রহমান। বাবার নাম বাবুল মিয়া, নিরাপাড়া, পীরগঞ্জ, রংপুর। তার পেশা বা কীভাবে পড়ল সে বিষয়ে কিছুই বলতে পারেনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আত্মহত্যা না কি কেউ তাকে ফেলে দিয়েছে, না দুর্ঘটনাবশত ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। নিহতের পরিবারের সদস্যরা আসলে এবং তদন্ত করে পুরো বিষয়টি সম্পর্কে বলা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে রাজধানীর জুরাইন এলাকায় গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ হয়ে রুবিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । নিহতের স্বামী আলতাফ হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, গতকাল দুপুরে বাসার সামনে জিআই তারের মধ্যে কাপড় শুকাতে দিচ্ছিলেন রুবিনা। জিআই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষনা করেন। আলতাফ হোসেনের বাড়ি বরিশাল সদর উপজেলায়। তাদের ৩ সন্তান রয়েছে। থাকতেন জুরাইন মেডিকেল রোডের ৩৩৩/এ নম্বর টিনসেড বাসায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ