Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই ওসিসহ আহত ৫০

মাদারীপুর জেলা ও রাজৈর উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৬ রাউন্ড রাবার বুলেট ও ৭ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেট ও গ্রামবাসীর ছোড়া ইট-পাটকেলের আঘাতে রাজৈর থানার দুই ওসি, ৪ দারোগা, ৪ কনস্টেবল ও গ্রামবাসীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের রাজৈর উপজেলা হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড় এলাকায় শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে প্রায় সাড়ে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। মাদারীপুর জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৮ গ্রামবাসীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজৈর থানা মোড়ে মধুবাজার নামের একটি শপিংমল উদ্বোধনী অনুষ্ঠানের জিলাপি খাওয়া নিয়ে মোল্লাকান্দি গ্রামের সজল হাওলাদার ও পার্শ্ববর্তী বেজেরবাড়ি গ্রামের ইমন শেখের মধ্যে বাকবিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এলাকায় খবর ছড়িয়ে পড়লে আঞ্চলিকতার রূপ নিয়ে সংঘর্ষ শুরু হয়। মোল্লাকান্দি ও বেজেরবাড়ি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। এতে সংঘর্ষ আরো ভয়াবহ রূপ ধারণ করে।

সংঘর্ষ চলাকালে গ্রামবাসীর ইট-পাটকেলের আঘাতে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ, ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন, এসআই নজরুল ইসলাম, এসআই যোবায়ের, এএসআই আজিজুল হক, এএসআই ফারুক মোল্লাসহ ১০ পুলিশ সদস্য আহত হয়। উভয় গ্রামের ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় রাজৈর থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে হায়দার গাছী ও জাহাঙ্গীর হাওলাদারসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪ হাজার গ্রামবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৬ রাউন্ড রাবার বুলেট ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনায় ওসিসহ ১০ পুলিশ সদস্যও আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ