Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বেতারের মিউজিশিয়ান আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাংলাদেশ বেতারের এক মিউজিশিয়ানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত আব্দুর রাজ্জাক খান (৪৫) নামে সেই মিউজিশিয়ানকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে, ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, পরিবার ও স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে রাজ্জাককে আটক করা হয়েছে। আটক রাজ্জাক নিজেকে বাংলাদেশ বেতারে মিউজিশিয়ান হিসেবে কর্মরত বলে পুলিশের কাছে দাবি করেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এদিকে, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ভুক্তভোগী শিশুটির মা বলেন, তারা আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ভাড়া বাসায় থাকেন। গতকাল বেলা ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে পাশের বাসায় থাকা বাংলাদেশ বেতারের মিউজিশিয়ান আব্দুর রাজ্জাক তার মেয়েকে মুখ চেপে ধরে বাসার ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি সেখান থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে রাজ্জাককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে, অভিযুক্ত রাজ্জাকের কাছে বাংলাদেশ বেতারের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। সহকারী পরিচালক (অনুষ্ঠান) উম্মে ফারহানা হোসেন শিমু স্বাক্ষরিত হলুদ রংয়ের পরিচয়পত্রে রাজ্জাকের পদবী সংগীত বিভাগের দোতারা বাদক হিসেবে উল্লেখ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ