Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ফেনীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ফেনী শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। মেলার আয়োজক বাংলাদেশ তাঁত শিল্প শিক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভূঁইয়া, ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলাম, জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল হক।

মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভেলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকান। এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ