রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার তালতলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, তালতলীর কড়ইবাড়িয়া বাজারে কড়ইবাড়িয়া মৌজার এসএ ৭৬ ও ১৭৩ নং খতিয়ানের ১৫৪৩, ১৫৪৪, ১৫৪৫, ১৫৪৭, ১৫৪৮, ১৫৪৯, ১৫৫১, ১৫৫২ নং দাগের মোট সম্পত্তির মধ্যে ৪ একর ৯৮ শতাংশ তফসিলভুক্ত সম্পত্তি রেকর্ড ও দলিলমূলে মো. সেকান্দার ফকিরের পুত্র মো. নুরুল ইসলাম গং ৯০ বছর ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু স্থানীয় হাবিব তালুকদার গংরা উক্ত জমি জবরদখলের প্রচেষ্টা নিলে মকবুল গং বাদী হয়ে আমতলী সহকারী জজ আদালত, বরগুনায় মো. হাবিব তালুকদার গংসহ ৪৪ জনকে বিবাদী করে মামলা দায়ের করে। কিন্তু বিবাদীরা জোরপূর্বক জমি দখলে নিয়ে মার্কেট নির্মাণ করে ৪০টি স্টল বানিয়ে দোকানদারদের নিকট ভাড়া দেয়। আদালত জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বার তাদের বিরুদ্ধে ভ্যায়োলেশন মামলা হয়, যার নং ১৮/১৫ এবং ৪০/১৫। বিবাদীরা হাইকোর্টে মামলাটির কার্যক্রম স্থাগিত আদেশ পেয়ে বিরোধীয় ২৪ শতাংশ জমির উপর ভবন নির্মাণ করে মার্কেট বানিয়ে ভাড়া দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।