Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করে হত্যা

আশুলিয়া (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩১ পিএম

আশুলিয়ায় রাসেল খান (২৭) নামে এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আড়াইটায় আশুলিয়ার মনির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খান মাদারীপুর জেলার চিত্রা এলাকার ফজলুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার বেরণ এলাকার মান্তা অ্যাপারেলসের শ্রমিক।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তপক্ষ জানান, গভীর রাতে ৮-১০ জন লোক রাসেল নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করে চলে যায়।

নিহত রাসেলের বাবা ফজলু খান জানান, রাত ১টার দিকে একজন ফোন করে জানায় তার ছেলে রাসেলকে সাভার এনাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, গভীর রাতে শিমুলতলা এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রাসেল নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ