বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের সম্মিলিত আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ‘ভালোবাসার মাতৃভাষা সাংস্কৃতিক উৎসব-২০১৯’। বাংলা ভাষা-সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে আরো শুদ্ধভাবে বিকশিত ও গতিশীল করার প্রত্যয়ে আজ বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ উৎসব শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান স্লোগান ৭১-এর সভাপতি সুজন মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী, সাধারন সম্পাদক আবদুল্লাহ আসাদ, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আসিফ হোসাইন, ঢাকা ইউনিভার্সিটি ড্রামা ট্রুপের সভাপতি সানোয়ারুল হক, ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর কবি মুহাম্মদ সামাদ। এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ও টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও উৎসবের প্রতিদিনই দেশবরেণ্য শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র তারকা, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত থাকবেন।লিখিত বক্তব্যে আরও জানানো হয়, টিএসসিকেন্দ্রিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের পরিবেশনায় উৎসবে থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটক, মূকাভিনয়, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, স্থিরচিত্র প্রদর্শনী, ভাষাভিত্তিক রচনা প্রতিযোগিতা, ভাষা সাইকেল র্যালীসহ বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আয়োজন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।