Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০১৮ সালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৯০

সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০১৮ সালে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ছিল ৮০৬টি। এর মধ্যে হত্যার শিকার হয়েছেন ৯০জন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে। ২০১৮ সালে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের তথ্য প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত। অন্যদের মধ্যে সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদারসহ ড. নিমচন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সাংবাদিক বাসুদেব ধর, লায়ন জে এল ভৌমিক, মিলন কান্তি দত্ত, নির্মল রোজারিও, সঞ্জীব দ্রং, সাংবাদিক অজয় দাশগুপ্ত, এডভোকেট পরিমল গুহ, মনিন্দ্র কুমার নাথ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বিগত বছরের সাম্প্রদায়িক সহিংসতার চালচিত্রে আরো বলা হয়, গত বছর ডিসেম্বর পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ৯০ জন, লাশ উদ্ধার হয়েছে ১৫ জনের (প্রাথমিকভাবে হত্যাকান্ড বলে প্রতীয়মান), কথিত ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি প্রদানের ঘটনা ঘটেছে ১০টি, , অপহরনের ঘটনা ৩৯টি, নিখোঁজের ঘটনা ১৮টি, ধর্ষণ চেষ্টার ঘটনা ১৪টি, ধর্ষণের ঘটনা ৩২টি, গণধর্ষণের ঘটনা ১৬টি, যৌন হয়রানির ঘটনা ২৬টি, প্রতিমা চুরির ঘটনা ১৪টি, মন্দিরে চুরি-ডাকাতির ঘটনা ৭টি, প্রতিমা ভাংচুর ১৬৯টি, মন্দিরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ৫৮টি, শ্মশান বা ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের ঘটনা ২১টি, দখলের অপপ্রয়াস ১১টি, বসতবাড়ি, জমিজমা দখল, উচ্ছেদের ঘটনা ১২২টি, দেশত্যাগের হুমকির ঘটনা ১১৫টি, বসতঘর, সম্পত্তি ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতির ঘটনা ২৩৫টি, চাঁদাবাজির ঘটনা ২০টি, হত্যার হুমকির ঘটনা ৩১টি, হত্যাচেষ্টার ঘটনা ২৩টি। শারীরিক হামলার শিকার হয়েছেন এ বছরে ৪৪৭ জন। দখলের-উচ্ছেদের অপতৎপরতায় ৫৮৮টি পরিবার-প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার উল্লেখ্য করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে ধর্মীয়, জাতিগত সংখ্যা লঘুদের উপর নির্যাতন, নিপীড়নের ধারা আজও অব্যহত আছে। এতে আরো বলা হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে নির্বাচন কমিশন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় ভূমিকায় বিগত নির্বাচনগুলোর সময়ের মতো দুঃসহ অভিজ্ঞতার পুণরাবৃত্তি ঘটেনি। তবে এর পরেও ফেনির সোনাগাজী, ঠাকুরগাঁও সদর, রাংগামাটির লংগদু ,বাঘাইছড়ি কিয়দংশ, রাজলক্ষী, কাপ্তাই, কাউখালিসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ