রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গলাচিপা পৌর সভার নির্মাণাধীন পৌর গেস্ট হাউজের দোতলা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ শিল্পী (৩০) নামে ওই নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
গলাচিপা থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পৌর ভবনের গেস্ট হাউজের দোতলায় মাথা থেতলানো অবস্থায় শিল্পী নামের এ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, শিল্পী ও তার সাথে স্বামী আল আমিন (৩৫) তিন দিন আগে ঢাকার সদরঘাট এলাকা থেকে গলাচিপা আসে। রাতে তারা ওখানেই থাকতো। স্বামী আল আমিন ও শিল্পীর মধ্যে গতকাল ঝগড়ার সৃষ্টি হয়েছিল। এ ঘটনা থেকেই হয়তো স্ত্রীকে হত্যা করে আল আমিন। আল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।