Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্ত অবৈধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দোতলা করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ফলে মার্কেটের ওপরে দু-তলা ভবন তৈরি করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প।
এর আগে ২০১৮ সালে রিট আবেদন করেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম-সম্পাদক সোহেল বেপারী। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন। সঙ্গে সঙ্গে নিউ মার্কেটের বর্ধিত অংশে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ওই রুলে মার্কেটের ভেতর ও বাইরের ফুটপাত দখল করে উপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।
এ বিষয়ে ব্যারিস্টার অনিক আর হক বলেন, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন। ফলে একতলার ওপর দোকান নির্মাণের সিদ্ধান্ত অবৈধ। নিউ মাকের্টের ছাদের উপর স্টিলের চাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিবাদে গত বছরের জানুয়ারিতে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ