বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর তীর দখলমুক্ত করতে যে উচ্ছেদ অভিযান চলছে তা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।
সরকারের চেয়ে প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারে না। নদীর তীর দখলমুক্ত করার এই অভিযানে ব্যাপক মানুষের সমর্থন আছে। যে কাজ আমরা হাতে নিয়েছি তা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পাটির্র সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১০ বছরে শেখ হাসিনার সরকার সব সেক্টরেই মহাপরিকল্পনা করে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ নদীমাতৃক দেশ। স্বাধীনতার পর বঙ্গবন্ধু নৌপরিবহন মন্ত্রণালয় গঠন করেন। ভারত থেকে ড্রেজার এনে নদী খনন কাজ শুরু করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর আর কেউ নদী রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি। নদী মরে গেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ কিন্তু আমরা নৌ সেক্টরকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরতে পারিনি। আমরা নৌ সেক্টরকে শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত করার পরিকল্পনা নিয়েছি। আগামী ৫ বছরে নৌ সেক্টর আমাদের জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।