Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

৮টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪২ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বৃহস্পতিবার বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেন ।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা সেনানিবাস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পটুয়াখালি জেলার মধ্যবর্তী পায়রা নদীর উত্তর পাড়ে গত বছর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার ভূ-কৌশলগত গুরুত্ব অনুধাবন করে এ সেনানিবাসটি স্থাপন করেছেন। নতুন ৮টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ হাসিনা সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার দিকে আরেক ধাপ এগিয়েছে। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন তাকে অভ্যর্থনা জানান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নবগঠিত ৮টি ইউনিটের মধ্যে ৪১ বীর এর পতাকা সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানী এর পতাকা সাবেক সেনা প্রধান মেজর জেনারেল আতিকুর রহমান (অব:), ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর পতাকা প্রাক্তন সেনা প্রধান লে. জেনারেল এম হারুন অর রশীদ (অব:), এসএসডি বরিশাল এর পতাকা প্রাক্তন সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব:), ৭ এফআইইউ এর পতাকা সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে: জেনারেল মোঃ সামছুল হক, ২৩ আরই ব্যাটালিয়ন এর পতাকা ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, ৭ এলপি ইউনিট এর পতাকা ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার এবং অর্ডন্যান্স ডিপো বরিশাল এর পতাকা সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মো: আবু সাঈয়েদ সিদ্দিক উত্তোলন করেন। ৭ পদাতিক ডিভিশনের ৮টি নবগঠিত ইউনিটের নবযাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। পরে সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা সেনানিবাসের নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর একটি শাখা উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ