Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বের খাদ্যের চাহিদা বাড়বে ৭০ শতাংশ

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : ২০৫০ সাল নাগাদ দেশের মানুষের খাদ্যের চাহিদা ৭০ শতাংশ বাড়বে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। তবে তাঁদের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। স¤প্রতি রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) কনফারেন্স কক্ষে গেøাবাল অ্যানুয়াল রিভিউ অব বায়োটেক/জিএম ক্রপস’ শীর্ষক এক সেমিনারে কৃষি বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন। যৌথভাবে এ সেমিনার আয়োজন করে ইন্টারন্যাশনাল সার্ভিস ফর দ্য অ্যাকুজেশন অব অ্যাগ্রি-বায়োটেক অ্যাপ্লিকেশনস (আইএসএএএ), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ( বিএআরআই) ও ব্র্যাক। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভায় বক্তারা জানান, বর্তমান বিশ্বে জনসংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ১৯৫০ সালে যা ছিল ২৫০ কোটি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪০ কোটি। ২০৫০ সালে তা আরো বেড়ে ৯৫০ কোটিতে দাঁড়াবে। এই সময়ের মধ্যে খাদ্যের চাহিদা বাড়বে ৭০ শতাংশ। সেমিনারে ইন্টারন্যাশনাল সার্ভিস ফর দ্য অ্যাকুজেশন অব অ্যাগ্রি-বায়োটেক অ্যাপ্লিকেশনসের (আইএসএএএ) গেøাবাল কো-অর্ডিনেটর ড. রেন্ডি এ হুটিয়ে বলেন, বিগত দুই দশকে ট্রানজেনিক প্রযুক্তির দ্রæত উন্নয়ন ঘটেছে। জেনেটিক্যাল পরিবর্তনের মাধ্যমে উৎপাদিত জিএম ফসলের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী বাড়ছে। বর্তমানে ২৮টি দেশে এক কোটি ৮০ লাখ কৃষকের মাধ্যমে ১৮ কোটি ১৫ লাখ হেক্টর জমিতে জিএম ফসলের আবাদ হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বের খাদ্যের চাহিদা বাড়বে ৭০ শতাংশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ