Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি প্রতিষ্ঠানগুলো নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। এর মধ্যে রয়েছে এসটিইএম অর্থাত্ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথেমেটিক্স। খবর বিজনেস ইনসাইডার। ডেল, অ্যাকসেঞ্চার, ভিএমওয়্যার, ইন্টেলের মতো টেক জায়ান্টরা নারীদের প্রযুক্তি খাতে উৎসাহী করতে এরই মধ্যে অনেক কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে। ডেল আনছে ‘গার্ল স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রাম’। ২৫ সপ্তাহের এ কোর্সে কম্পিউটিং, নেটওয়ার্কিং ও স্টোরেজের মতো তথ্যপ্রযুক্তি শিল্পে ব্যবহূত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। অ্যাকসেঞ্চার চালু করেছে ‘হাই-টেক উইমেন’ কর্মসূচি। এ কর্মসূচিতে এখন পর্যন্ত অংশ নিয়েছেন প্রায় ১ হাজার ১০০ নারী। ভিএমওয়্যারও পিছিয়ে নেই। প্রযুক্তিতে নারী শক্তির সফলতা নিশ্চিত করতে চালু করেছে ‘উইমেন হু কোড’। ইন্টেলের ‘হোম টু অফিস’ কর্মসূচি চালু হয়েছিল বছর দুয়েক আগে। পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নারী প্রফেশনাল হারিয়ে যান। তাদের আবারো কর্মক্ষেত্রে উত্সাহী করতে ইন্টেলের এ উদ্যোগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইটি প্রতিষ্ঠানগুলো নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ