Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবির গুলিতে নিহতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা

কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় তদন্ত চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। দোষী যেই হোক না কেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে এ বাহিনীর সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকান্ড দমনে অনেক অবদান রেখেছে। প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী সমুদ্র এলাকার অফুরন্ত সম্পদ ব্যবহার করে ব্ল-ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে এ বাহিনী কাজ করছে। দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।
কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্্েরাল এয়ারক্রাফটের মতো আধুনিক প্লাটফর্ম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোস্ট গার্ড ১হাজার ৭৭ কোটি টাকার ইয়াবা, ৬শ’ ৬৬ কোটি টাকার চোরাচালান পণ্যসহ মোট ৮হাজার ৬শ’ ৪৭ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে। ৪ হাজার অপরাধীকে গ্রেফতার করেছে। অসামান্য কর্মদক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করার জন্য তাদের কয়েকজনকে পদক দেয়া হয়েছে। আশা করব, পদকপ্রাপ্তরা পদক পেয়ে অনুপ্রাণিত হবেন। ২০১১ সাল পর্যন্ত দেশের অর্থনৈতিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরে দুস্কৃৃতিকারী কর্তৃৃক ছিচকে চুরি ও ডাকাতির ঘটনা ঘটতো। বিদেশি জাহাজগুলো এসব ঘটনাকে ভুলভাবে জলদস্যুতা হিসেবে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর কাছে রিপোর্ট করতো। যার ফলে আইএমবি কর্তৃৃক চট্টগ্রাম বন্দরকে উচ্চ ঝুকিসম্পন্ন বন্দর হিসেবে চিহ্নিত করেছিল। ফলে বাণিজ্যিক জাহাজের ইন্সুরেন্স খরচ ছিল খুব বেশি। তবে ২০১১-১২ সালে কোস্ট গার্ড বাহিনী নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরে চুরি ডাকাতি শূন্যের কোঠায় নেমে আসে।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, দেশের সমদ্র ও উপকূলে কারেন্ট জাল, জাটকা নিধন, ইয়াবা চোরাচালান বন্ধ, চট্টগ্রাম-মংলা ও পায়রা বন্দরে ছিচকে চুরি বন্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কোস্ট গার্ড। ২০১৮ সালে জাতীয় মৎস পুরষ্কারের মতো স্বীকৃতি পেয়ে কোস্ট গার্ড গর্বিত। শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশে কোস্ট গার্ড বাহিনীতে নিজস্ব হেলিকপ্টার, ড্রোন দেয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ৪০ জনকে পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে নৌ-বাহিনী প্রধান ও সাবেক কোস্ট গার্ড প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ