পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : ফক্সকনের শার্প অধিগ্রহণের দেড় মাসও পার হয়নি। এরই মধ্যে শার্প করপোরেশনে সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ফক্সকনের চেয়ারম্যান টেরি গৌ। অবশ্য তিনি বলেছেন, কোম্পানিটিকে মানসম্মত ব্র্যান্ড হিসেবে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করতে যারা মন-প্রাণ দিয়ে কাজ করবে, তাদের যথোপযুক্ত উপায়ে পুরস্কৃত করা হবে। স¤প্রতি জাপানি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা শার্প নিজেদের বার্ষিক হিসাব বিবরণী প্রকাশ করেছে। এতে দেখা গেছে, টানা দুই বছরের মতো কোম্পানিটি অব্যাহত লোকসানের মধ্যে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একটি খোলাচিঠির মাধ্যমে শার্পের কর্মীদের উদ্দেশে টেরি গৌ বলেন, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের জানাচ্ছি, কোম্পানির আর্থিক অবস্থা আশানুরূপ নয়। এর কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে, কোম্পানিজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতার অভাব রয়েছে। এ কারণে জনবল সংকোচন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। মার্চ পর্যন্ত গত এক বছরে শার্পের নিট লোকসান দাঁড়িয়েছে ২৩৫ কোটি ডলার, যা বিশেষজ্ঞদের প্রত্যাশিত ১৪৮ কোটি ডলারের চেয়ে অনেকটাই বেশি। এর আগের অর্থবছর শেষে কোম্পানিটির নিট লোকসান ছিল ২০৫ কোটি ডলার। মোট কতজন কর্মী ছাঁটাই করা হতে পারে, গৌ অবশ্য তা উল্লেখ করেননি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, কেবল জাপানেই মোট তিন হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে। বৈশ্বিক কার্যক্রম হিসাব করলে এ সংখ্যা আরো বেড়ে যাবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।