রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের মধুখালী পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সভাপতি ও রইছন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষক রাশেকুল আমিন রশিদকে যুবদল ও বিএনপির সমর্থকেরা পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার দুপুরে তার নিজ বসতবাড়িতে প্রবেশ করে তাকে ও তার পরিবারের সদস্যকে ধারালো সোরা রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এতে রশিদ মাস্টার মাথায় মারাত্মক জখম ও পিঠে আঘাত প্রাপ্ত হন। তার সপ্তম শ্রেণিতে পড়–য়া ছেলে তেজাত এর হাত ভেঙ্গে দিয়েছে এবং এ সময় তার স্ত্রী রূপালী বেগম আহত হন। পিতা পুত্র দু‘জনেই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওয়ার্ড সভাপতি শিক্ষক রাশেকুল আমিন রশিদ জানান, স্থানীয় যুবদল ও বিএনপির লোক সামাদ বিশ্বাসের নেতৃত্বে আব্দুল্লাহ, শুকুর, রুবেল, চঞ্চল, রোমান ও ডলি তার বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতারি ভাবে কুপাতে ও পিটাতে থাকে। এসময় তার স্ত্রী, ছেলে এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা এগিয়ে এতে তারা পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।