Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে বিনামূল্যে চক্ষু শিবির

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

বরগুনার বেতাগীতে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীন কল্যান কর্মসূচির উদ্যোগে গোপালগঞ্জ শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে এক বিশেষ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত বুধবার বেতাগী সরকারি কলেজ প্রাঙ্গনে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চক্ষুর বিভিন্ন বিষয়ে ৫ শত ৬০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে চিকিৎসা প্রধান করেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুনেছা মুজব চক্ষু হাসপাতালের পরিচালক ডা. সাইফুদ্দিন আহমেদ, ডা. মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী দিপক সরকার। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিঞা, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু, রিক এনজিও’র সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌসি বেগম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ