Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ের দিগন্তজুড়ে রবি-বোরো আবাদ

বুড়িচং (কুমিল্লা ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

কুমিল্লার বুড়িচংয়ের দিগন্ত জোড়া ফসলের মাঠ জুড়ে চলছে রবি মৌসুমের বোরো ধান রোপন কার্যক্রম। চলতি পথে কলের লাঙ্গলের পাশাপাশি রবির এ মৌসুমে কৃষকরা যখন মাঠে তাদের বোরো ফসল রোপন করে ব্যস্ত সময় পার করছে এমন নয়নাভিরাম দৃশ্য যতই ব্যস্ত পথিক হোক না কেন একটু চেয়ে না দেখে পারা যায় না। বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান জানান- এর বছর বুড়িচং উপজেলায় ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে রবি বোরো মৌসুমে চাষাবাদ কার্যক্রম সম্পন্ন করা হবে। এর মধ্যে বোরোর পাশাপাশি আলু, ভূট্টা ও বিভিন্ন প্রকারম শাকসব্জি রয়েছে। এ চাষাবাদে সরকার কৃষকের বিভিন্ন প্রনোদনার মাধ্যমে তাদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ভর্তূকি দিয়ে সার ও অন্যান্য কৃষি সরঞ্জামাদির মূল্য হাতের নাগালের মধ্যে রেখেছেন। এছাড়া, বিনামূল্যে কৃষকদের প্রনোদনার অংশ হিসেবে এবার ৫২০ জন কৃষককে সার ও বীজ প্রদান করা হয়েছে। আগামীতে এ আরো সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। অধিকন্তু, বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়োজিত উপসহকারি কৃষি কর্মকর্তাগণ তাদের সঠিক দায়িত্ব পালন করছেন। ‘কৃষি দিবানিশি’ উক্ত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একজন উপসহকারি কৃষি কর্মকর্তা কৃষি দিন রাত কাজ করে যাচ্ছেন। অঁজ পাড়া গায়ের অখ্যাত কোন কৃষকের কাজের খোঁজ খবর নিতে ও চলে যান তারা । ফলে তাদের নজরধারিতে কৃষকদের উৎপাদিত ফসল ধানের পাশাপাশি শাকসব্জি ও অন্যান্য ফসল ও অত্যান্ত ভালো মানে উৎপাদিত হচ্ছে। যা দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে বিশেষ ভূমিকা রাখছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন নতুন জাতের উচ্চফলনশীল ধান চাষ এবং সব্জি চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। এছাড়া, সব্জি প্রডাক্টশন এরিয়া খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নিমসার বুড়িচং উপজেলার অন্তর্গত হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী খুব সহজেই পাইকারি রেটে বিক্রির সুবিধা পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ