Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজাপ্রাপ্ত ডাকাতের লাশ উদ্ধার

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

লক্ষীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিন মানু (৪৫) ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত ২টায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মতলব মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। নিহত মানু ডাকাত ওই এলাকার সুলতান আহাম্মদের ছেলে।
কমলনগর থানার ওসি ইকবাল হোসেন জানান, চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মতলব মাঝির পরিত্যাক্ত বাড়িতে ডাকাত দলের অন্তঃকোন্দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানু গ্রুপের সঙ্গে নেছার গ্রুপের গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলের পাশে ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকলে দেখে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ডাকাত মানুর লাশ লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাত মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় ডাকাতি ও অস্ত্রসহ ৬টি মামলা রয়েছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ