বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সন্ত্রাস-জঙ্গিবাদকে দক্ষতার সঙ্গে দমন করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটা নির্ভরযোগ্য অবস্থানে নিয়ে গেছে। এখন পুলিশের সামনে নতুন চ্যালেঞ্জ মাদক। ইতোমধ্যে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সারা দেশকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। গতকাল বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাজারবাগে পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এদিকে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী থানাগুলোকে মানুষের সেবার কেন্দ্রবিন্দু হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। সুতরাং কেউ থানায় গেলে আর কিছু করতে না পারেন অন্তত ভালো ব্যবহার করুন এবং হাসিমুখে কাঙ্খিত সেবা প্রদান করুন। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনবান্ধব পুলিশ গঠন করতে পেরেছি। একইসাথে নারীবান্ধব ও শিশুবান্ধব পুলিশ গঠন করা হয়েছে।
শুভেচ্ছা বক্তব্য শেষে বেলুন উড়িয়ে ডিএমপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্বোধন করেন আইজিপি। এরপর ডিএমপির সকল ইউনিট র্যালিতে অংশ নেয়। র্যালিটি ডিএমপি সদর দফতর থেকে বের হয়ে বেইলি রোড দিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।