পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঋতুরাজ বসন্তের আগমন বাঙালি প্রাণে নতুন আবেশ ছড়ায়। আর ফাল্গুনের প্রথম দিনে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলাতেও দেখা যায় সে আবেশ। পরনে বাসন্তী রঙের শাড়ি, মাথায় ফুলের টায়রা, কারও বা খোঁপায় হলুদ গাঁদার মালা। এক হাতে বই, অন্য হাত প্রিয় মানুষের হাতে। মেয়েদের হাতে রিনিঝিনি শব্দ করে বাজছে কাচের চুড়ি। কারও গালে বা বাহুতে আলপনা। গতকাল বুধবার বসন্তের ১ম দিনে বইমেলা জুড়ে ছিলো এমনই দৃশ্য। বসন্তের এ সাজে পিছিয়ে ছিলো না ছেলেরাও। গায়ে রং বাহারী পাঞ্জাবি পড়ে এদিন মেলায় দেখা গেছে তাদের। তবে মেলায় সবচেয়ে সুন্দর সাজে দেখা গেছে বাবা-মায়ের হাতে থাকা ফুলের মত শিশুদের। মেলাজুড়ে যে দিকেই চোখ গেছে শুধু যেনো হলুদ আর বাসন্তী রঙের সমারোহ। কেউ এসেছেন প্রিয়জনের সাথে আবার কেউবা দল বেঁধে বন্ধু বান্ধবের সাথে। নানা বয়সের পাঠকের পদচারণায় এদিন মেলা ছিল সরগরম। বসন্তের ছোঁয়া যে শুধু পাঠকদের মাঝেই ছিলো, তা কিন্তু নয়। ফাল্গুনের রঙে নিজেকে রাঙিয়ে তুলেছেন স্টলগুলোর বিক্রয়কর্মীরাও। মেলার প্রতিটি স্টলেই বইপ্রেমীদের ভিড় ছিল দেখার মত। বেলা ৩টায় মেলার দ্বার খোলার আগে থেকেই প্রবেশ পথে ছিলো দর্শনাথীদের জোয়ার।
সরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন বই মেলায় এসেছেন রাাজধানীর ওয়ারি থেকে। সঙ্গে ছিলো স্ত্রী ও পুত্র-কন্যা। সবাই সেজেছেন বসন্তের সাজে। মেলা কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘মেলায় আসব আসব করে আসা হয়ে উঠছিল না। আজ পহেলা ফাল্গুন। তাই পরিবার নিয়ে চলে এলাম। খুব ভালো লাগছে।’ অন্বেষা প্রকাশনীর স্টলের সামনে কথা হয় রাইফেলস কলেজের শিক্ষার্থী ফারিসা আহমেদ এর সাথে। বাসন্তী সাজে মেলায় এসেছেন, কিনেছেন ওয়াসি আকতারের ‘এক্কা দোক্কা’ বই। তিনি বলেন, প্রতি বছরই মেলায় আসা হয়। এবার প্রহেলা ফাল্গুনে এসেছি। আজকে মেলা অনেক জমজমাট, খুব ভালো লাগতেছে। বিক্রয়কর্মীদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের চাইতে এদিন তাদের বেচা বিক্রি ছিলো বেশি। আজ বৃহস্পতিবার ভালোবাসা দিবসে বিক্রি বেশি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
বুধবার অমর একুশে গ্রন্থমেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১৭২টি। বিকেল ৪ টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় কবি রফিক আজাদ: শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশগ্রহণ করেন কবি অসীম সাহা, কবি ফারুক মাহমুদ এবং কবি জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক রশীদ হায়দার।
গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন শহীদ ইকবাল, মণিকা চক্রবর্তী, সঞ্জীব পুরোহিত, ফারুক সুমন এবং আহম্মেদ শরীফ। এতে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি মুহাম্মদ সামাদ এবং টোকন ঠাকুর। মূল মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম এবং নাসিমা খান বকুল। সংগীত পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, কাজী মুয়ীদ শাহরিয়ার সিরাজ জয়, মিজান মাহমুদ রাজীব, ফারহানা শিরিন এবং তানজিনা করিম স্বরলিপি। এতে নৃত্য পরিবেশন করেন সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পার পরিচালনায় নৃত্য সংগঠন ‘জলতরঙ্গ ডান্স কোম্পানি’-এর নৃত্যশিল্পীবৃন্দ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন অনির্বাণ সরকার (তবলা), সুভেল খান শিশু (কী-বোর্ড), শফিজুল আখন্দ পাপ্পু (অক্টোপ্যাড), মো. আনিসুর রহমান খান (গীটার) এবং রাশেদ হোসেন (গীটার)।
আজকের অনুষ্ঠানসূচি :
আজ বৃহস্পতিবার মেলা বেলা ৩টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশে বাংলা ভাষা, সাহিত্য ও বিজ্ঞানভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফারসীম মান্নান মোহাম্মদী। আলোচনায় অংশগ্রহণ করবেন রেজাউর রহমান, আবদুল কাইয়ুম এবং অপরেশ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।