Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবান সীমান্তে মিয়ানমার বিজিপির গুলি

মো. সাদাত উল্লাহ, বান্দরবান থেকে: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রুি সীমান্তের নোম্যান্সল্যান্ডে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) শতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার ভোরে প্রায় ঘণ্টাব্যাপী থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে তারা এই ফাঁকা গুলি করে। গুলির শব্দ শুনে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বাংলাদেশের ভূখন্ডে চলে আসে। তবে কি কারণে বিজিপি রোহিঙ্গা শিবিরের কাছে এভাবে গুলিবর্ষণ করছে তা এখনো জানা যায়নি।
এদিকে ঘটনার পর থেকে সীমান্তে বাড়তি সতর্কতার জন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো ও আবদুল গফুর জানান, ভোরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বিজিপি কয়েকটি অস্থায়ী পোস্ট ও ক্যাম্প থেকে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে সীমান্তের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে বিজিবির বান্দরবান রিজিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অপরদিকে, বান্দরবানের রুমায় মায়ানমারের চীন প্রদেশ থেকে আসা ২৮ জন শরণার্থী দেশে ফিরে গেছেন। এখন সেখানে ১৩৫ জন আছেন। তারাও চলে যাবেন বলে জানিয়েছেন। বান্দরবান জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং স্পষ্টভাবে জানিয়েছেন, কোন অবস্থাতেই বিদেশি শরণার্থী বান্দরবানে প্রবেশ করতে পারবে না। এর ফলে বান্দরবান সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বিজিবি ও সেনাবাহিনী এবং নো ম্যান্স ল্যান্ডে টহল জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ