Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণখানে ছুরিকাঘাতে ভাবির পরে মারা গেলেন মা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে ভাবির পরে মারা গেলেন মা হামিদা বেগম (৬০)। গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার দক্ষিণখানের হায়দাবাদ পিআইসি কলোনিতে দেবর শফিকুলের ছুরিকাঘাতে তার ভাবি শারমিন আক্তারের (৩৫) মৃত্যু হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত পলাতক শফিকুলকে আটক করা সম্ভব হয়নি।
নিহত হামিদা বেগমের আরেক ছেলে রাকিব বলেন, গত সোমবার বিকেল ৫টার দিকে তাঁর ভাই শফিকুল সম্পত্তি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেয়। মা সম্পত্তি লিখে দিতে অস্বীকার করলে সে ক্ষিপ্ত হয়ে মাকে ছুরিকাঘাত করে।
এ সময় ভাবি শারমিন আক্তার এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিক দু’জনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রোববার রাত সাড়ে ৮টার দিকে মাকে ঢামেকে ভর্তি করা হয়। গতকাল সকাল পৌনে ৭টার দিকে তিনি মারা যান।
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত হামিদার ছেলে ও নিহত শারমিনের স্বামী বিপ্লব বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, ঘটনার পর থেকে শফিকুল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ