Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রার্মেন্টস শ্রমিকদের চাকরিচ্যুতিতে স্কপের উদ্বেগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আশুলিয়ায় হাজার হাজার গার্মেন্টস শ্রমিককে ছাঁটাইয়ে নিন্দা জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। স্কপ নেতৃবৃন্দ বলেন, রপ্তানিমুখী পোশাক শিল্পে কর্মরত হাজার হাজার শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করে চলেছে শিল্প মালিকেরা। গতকাল এক বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন। শ্রমিক নেতারা বলেন, মজুরি গেজেটে শ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য ও ত্রæটি শ্রমিকদের চোখে ধরা পড়ায় শ্রমিকদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
অধিকাংশ কারখানায় প্রতিনিধিত্বশীল ট্রেড ইউনিয়ন না থাকার কারণে শ্রমিকদের দাবি জানানোর সুযোগ কম থাকায় সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে নেমে পড়ে।
পরবর্তীতে সরকার এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা শ্রমিকদের মনপুত না হলেও একটা বিষয় পরিস্কার শ্রমিকরা সঠিকভাবেই বুঝতে পেরেছিলেন যে তারা ঠকেছেন। শ্রমিকরা বিক্ষোভ না করলে এই অসঙ্গতি কারো সামনেই আসতো না। আন্দোলন স্তিমিত হয়ে যাবার পর ঢালাও শ্রমিক ছাঁটাই এর ঘটনায় স্কপ নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা উৎপাদন করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ায় তাদের উপর নিপীড়ন চালিয়ে শিল্পে স্থিতিশীলতা রক্ষার এই মানসিকতা দেশকে মারাতœক বিপর্যয়ের দিকেই নিয়ে যাবে। তারা অনতিবিলম্বে অন্যায়ভাবে ছাঁটাইকৃত সকল শ্রমিকদের স্বপদে বহাল এবং মামলা প্রত্যাহার করার দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ