Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৫৪ ঘণ্টা পর খুলনার ক্রিসেন্ট জুট মিলে উৎপাদন শুরু

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : দাবি আদায়ে আশ্বাসের প্রেক্ষিতে খুলনার খালিশপুরের রাষ্ট্রায়ত্ব ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা আন্দোলন স্থগিত করে শনিবার থেকে কাজে যোগ দিয়েছেন।
এর মধ্য দিয়ে দীর্ঘ ৫৪ ঘণ্টা পর আবারও মিলের চাকা ঘুরতে শুরু করেছে। এর আগে শনিবার ভোর থেকে মিলের উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা গেটের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেন। পরে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেন।
মিল কর্তৃপক্ষ বুধবার রাতে মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেনকে চাকরিচ্যুত করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকরা আন্দোলনে নামেন। সোহরাব হোসেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদেরও আহ্বায়ক।
ক্রিসেন্ট জুটমিল সিবিএ সভাপতি দ্বীন ইসলাম জানান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসে তাদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। এর প্রেক্ষিতে শ্রমিকদের কাজে যোগদান করেছেন। মিলে উৎপাদন শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ