Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্ন ধরনের গল্প নিয়ে টেলিফিল্ম মনেপ্রাণে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ওয়ানস, খুঁজি তোমায়, বিলাভড, পরশ এবং প্রেমছবি নামে কিছু দর্শকপ্রিয় নাটকের পর নির্মাতা জাফরীন সাদিয়ার রচনায় ও প্রযোজনায় নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের টেলিফিল্ম মনেপ্রাণে। এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। জাফরীন সাদিয়া বলেন, আমার নাটকের গল্পগুলোতে আমি বরাবরই এমন কিছু তুলে ধরতে চাই যা দেশে বিদেশে ছোট বড় সকল শ্রেণীর দর্শক ভালোলাগার কিছু না কিছু মুহূর্ত নিজেদের জীবনের সাথে মেলাতে পারে। দর্শক যেন নাটক দেখে বলে অনেক দিন মনে থাকবে। দর্শকই যেখানে আমাদের প্রাণশক্তি তাই আমরা চেষ্টা করি যেন গল্পে কোনরকম ঘাটতি না থাকে। নতুন টেলিফিল্মটিতে দর্শক একটা অনুপ্রেরণার গল্প পাবেন। একটা ভালোবাসার গল্প, জীবন যুদ্ধের গল্প। আমাদের জীবনে কিছু কিছু আকস্মিক দুর্ঘটনা যখন ভাঙচুর করে দেয় আমাদের সাজানো স্বপ্নগুলোকে। তখন ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে আবারো ঘুরে দাঁড়ানো সম্ভব। ভালোবাসার মানুষটাকে সুখী দেখে আমরা হাসিমুখে জীবন চালিয়ে নিতে পারি। পাশে থেকে বা দূরে গিয়েও সেই সব স্বপ্ন পূরণ করা সম্ভব, যদি আমরা মনে প্রাণে তা চাই। আশা করি, দর্শক আমাদের এবারের গল্পটাও পছন্দ করবেন। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন ও মৌসুমী হামিদ। এছাড়া আরও অভিনয় করেছেন খালেকুজ্জামান, বৈদ্যনাথ সাহা, আতিকুর রাহমান শিবলী, ফিরোজ, ফারুক, অনিক প্রমুখ। টেলিফিল্মটির সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন নির্ঝ হাবিব। গানের কথা লিখেছেন গল্পকার ও প্রযোজক জাফরীন সাদিয়া নিজেই। ১৪ ফেব্রুয়ারি একুশে টেলিভিশনে টেলিফিল্মটি সম্প্রচারিত হবে। পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান জাফরীন স্টুডিও-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ