Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৮ এএম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গতকাল বিকেলে পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশ ক্রীড়া বোর্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতায় কলেজের বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান হাউজ, বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল হাউজ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজ এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান হাউজ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিজিবি›র কর্মকর্তাবৃন্দ ছাড়াও কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ