Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

হলের বাইরে ভোটকেন্দ্র চেয়ে ঢাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। এছাড়া সন্ত্রাস-দখলদারিমুক্ত গণতান্ত্রিক পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সংগঠন দুটি। গতকাল (সোমবার) সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠন দুটি। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, কলাভবন ও গ্রন্থাগার চত্বর ঘুরে ডাকসু ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। দুই জোটের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য দেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়। ডাকসু নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ দাবি করে তিনি বলেন, হলের বাইরে ভোটকেন্দ্র না করা হলে নির্বাচন প্রভাবমুক্ত হবে না। হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের যে আধিপত্য রয়েছে, তার প্রভাব নির্বাচনের ওপর পড়বে। সন্ত্রাস-দখলদারিমুক্ত পরিবেশে ডাকসু নির্বাচন হতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জি এম জিলানী, সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সাদেকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ